06 October, 2012

ভুরুঙ্গামারী কৃষক ফেডারেশনের সভাপতিকে গলা কেটে হত্যা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা কৃষক ফেডারেশনের সভাপতিকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
শনিবার সকালে প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল করিম (৬৫)। তার বাড়ি জয়মনির হাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে। দীর্ঘ দিন থেকে তিনি জয়মনিরহাট পরিত্যক্ত রেলপথের উপর ভুমিহীন বাসিন্দাদের পুর্নবাসনে নেতৃত্ব দিয়ে আসছেন।
জানা গেছে, গত ২বছর আগে বেলদহ গ্রামের জনৈক শামসুল আলমের সাথে রেলের পরিত্যক্ত সম্পতি নিয়ে ভুমিহীনদের মধ্যে মামলা হয়। ঐ মামলায় শামসুল আলম ৯জন ভুমিহীনকে আসামী করে।  রোববার (৭/১০/১২) আদালতে ঐ মামলার তারিখ ছিলো।
এরই প্রেক্ষিতে শনিবার সকালে আব্দুল করিমের নেতৃত্বে মামলাটি আপোষ করার জন্য বেলদহ চারমাথা মোড়ে সকাল ৯টায় ভুমিহীনদের মধ্যে বৈঠক বসে।
বৈঠকে ভুমিহীন সদস্য বেলদহ গ্রামের আব্দুর রহিমের (৫৫) দখলী রেলের ৮শতক জলাশয় বাদী শামসুল আলমকে দেবার সিদ্ধান্ত হয়। কিন্তু রহিম জলাশয়ের পাড় বাঁধা বাবদ অর্থদাবীকে কেন্দ্র করে ভুমিহীনদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল করিমের গলাকেটে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।
লাশময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমান ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জনপ্রিয় পোস্টসমূহ