আনমনা
তাসকিয়া হাবিবা (লিপি)
যখন থাকে না হাতে কাজ
ভাবতে হয় কি করব আজ ।
অলস মন হয় যখন আনমনা
কে বলে আজ কি করবো আর করবো না।
জানালার পাশে বসে নিজেকে মনে হয় কবি
পাশ ফিরে তাকালে চোখে পরে কত ছবি।
কবিতা লিখবো বলে খুলি যখন খাতা
লিখতে গিয়ে ছিড়তে হয় অনেক গুলো পাতা।
এর পর ও যদি পেতাম এক খানা কবিতা
ভাবতাম সব কিছু দিয়েছেন বিধাতা।
(সংগ্রহীত)