প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল শনিবার কুড়িগ্রামে বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ‘ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে।
ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে কুড়িগ্রাম ও বরগুনা জেলায় ১৩ হাজার ৫৫০ জন শিক্ষিত বেকার দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে। গোপালগঞ্জেও এ কর্মসূচি সম্প্রসারণের জন্য প্রাথমিক কার্যক্রম চলছে।
যুব উন্নয়ন অধিদপ্তর বার্তা সংস্থা বাসসকে আজ শুক্রবার জানায়, ন্যাশনাল সার্ভিসে কুড়িগ্রামের নয়টি উপজেলায় ৩২ হাজার ৫৫৪ জন এসএসসি ও তদূর্ধ্ব পাস বেকার যুবক-যুবতীর মধ্য থেকে প্রাথমিকভাবে নয় হাজার ৯৫০ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের প্রশিক্ষণ দেওয়ার জন্য জেলার ৩১টি ভেন্যুতে ২৯২ জন মাস্টার ট্রেইনারকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একইভাবে বরগুনা জেলার পাঁচটি উপজেলা থেকে ১৩ হাজার ৯৪ জন বেকারের মধ্যে প্রাথমিকভাবে তিন হাজার ৬০০ জনকে নির্বাচন করা হয়েছে। সেখানে ১৮টি ভেন্যুতে ১৩৮ জন মাস্টার ট্রেইনারের প্রশিক্ষণ শেষ হয়েছে।
এ কাজে সম্পৃক্তরা প্রশিক্ষণকালীন দৈনিক ১০০ টাকা এবং কর্মকালীন দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। সূত্র আরও জানায়, প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর বয়সী প্রকৃত বেকারদের মধ্যে যাদের চাকরির বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন ধরে বেকার আছেন, মুক্তিযোদ্ধার সন্তান ও দুস্থদের প্রাধান্য দেওয়া হয়েছে।
যারা প্রাথমিক তালিকায় বাদ পড়বে, তারাও পরবর্তীকালে পর্যায়ক্রমে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে কর্মকর্তারা জানান।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রী কাল কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সুধীজন, সুবিধাভোগী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী জানান, বর্তমান সরকারের যুগান্তকারী এ কর্মসূচি অনগ্রসর কুড়িগ্রাম থেকে শুরু হচ্ছে। এ জন্য কুড়িগ্রামবাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কছে চিরকৃতজ্ঞ থাকবে এবং তাঁর নেতৃত্বে উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর হাতকে আরও শক্তিশালী করবে