15 May, 2010

কুড়িগ্রাম আওয়ামলীগকে সহযোগিতা করবে জেলা বিএনপি

`যদি স্থানীয় আওয়ামী লীগ গনতান্ত্রিক পন্থায় কুিড়গ্রামের উন্নয়ন চায তবে জেলা বিএনপি সহযোগিতা করবে’ কুড়িগ্রাম জেলা বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও প্রথম সভা শেষ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বেলন িবএনপি নেতারা।
শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নব গঠিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচয় করিয়ে দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।
জেলা বিএনপি’র সভাপতি তাসভিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল খালেক, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি-পৌর মেয়র আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, লুৎফর রহমান, সহ-সম্পাদক হোসনাইন কায়কোবাদ সোহেল, বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্য হাসিবুর রহমান হাসিব, বিএনএপি নেতা মোঃ আব্দুল আজিজ, মোঃ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক-মোঃ আশরাফুল হক রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নব গঠিত কমিটির সকলকে বক্তারা বর্তমান রাজনৈতিক প্রোপটে সরকার বিরোধী আন্দোলনে শরিক হওয়ার ঐক্যবদ্ধ ভাবে আহবান জানান। আমরা সরকারের ভাল কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের গণতান্ত্রীক উপায়ে মোকাবেলা করব। এছাড়াও নেতারা বলেন, আগামী ৫ই মে রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় সমাবেশে যোগদানের ব্যাপারে আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই শুরু সীমাবদ্ধ নয়। এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্ভভৌমত্ব রা এবং বর্তমান বিশ্বের কাছে তাল মিলিয়ে অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে উদীয়মান টাইগার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বিএনপি কাজ করে আসছে বলে বিএনপি’র নেতৃবৃন্দ বলেন। গতকাল অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত ভোলার ৩ নির্বাচনী এলাকায় ৪১টি কেন্দ্রে বিএনপি’র নেতাকর্মীদেরকে ঢুকতে না দেওয়ার খবরে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়েছেন। নব-নির্বাচিত সভাপতি তাসভিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দুঃসময় অতিক্রম করছে- কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা বিএনপি, বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন অংশ নয়। বর্তমান জেলা বিএনপি একটি ভিন্নতর মেজাজ নিয়ে কুড়িগ্রাম জেলার সার্বিক কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্টোনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
(কুড়িগ্রাম নিউজ ডট কম: ২৪ এপ্রিল:)

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ