একটি সেতুর অভাবে সারা বছর হাটবাজার নিত্যদিনের কাজ সহ শিড়্গার্থীদের
প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে ঝুকিপূর্ণভাবে। গ্রাম্য দানদড়্গিনায় নীর্মিত
হয় চলাচলের জন্য দুটি বাশের নাম মাত্র সাকো। বর্ষা মৌসুমে কাজ হয়না এধরনের
সাকোয় তাই পারাপারের মাধ্যম হয় ভেলা। এতে নিদারম্নন কষ্টে পরতে হয়
বিদ্যালয়গামী শিড়্গার্থীদের। কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কেদার ও বলদিয়া
ইউনিয়নের চর বিঞ্চুপুড় ও চর সতিপুড়ি গ্রামের প্রায় ছয় হাজার লোকের বসবাস।
বাসিন্দারা বছরের পর বছর এভাবেই কষ্টে যাতায়াত করে থাকে। এ চর বাসিন্দারা
চার দিক থেকে দুধকুমর নদী দ্বারা বেষ্টিত কোন দিকেই বেরম্ননের সড়ক পথ নেই।
এক মাত্র নিকটতম স্থলভাগ হচ্ছে কেদার ইউনিয়নের সুবল পাড় বাজার রোড। চরে কোন
প্রকার বিদ্যালয় নেই তাই চরের শিড়্গার্থীদের নদী পার হয়ে সুবলপাড় সরকারী
প্রাথমিক বিদ্যালয় ও সুবলপাড় উচ্চ বিদ্যালয়ে পড়তে হয় । এহেন যোগাযোগ
বিছিন্ন হওয়ায় বর্ষা মৌসুমে বিদ্যালয় বন্ধ করে দিতে হয় শিড়্গার্থীদের।
অন্যদিকে জরম্নরী চিকিৎসা সেবা পাওয়াও দুস্কর হয়ে উঠেছে এ চরের
বাসিন্দাদের। কৃষি নির্ভর এ চরটির কৃষি পন্য ন্যায্য মূল্যও পায়না কৃষকেরা
একমাত্র যোগাযোগ বিছিন্ন হওয়ায়। চরবাসী সরকারের আসুদৃষ্টি কামনা করে একটি
সেতু নীর্মানের।
15 December, 2012
সেতুর অভাবে ছয় হাজার মানুষকে ঝুকিপূর্ণভাবে পারাপার
Subscribe to:
Post Comments (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী: ১. ভর্তিচ্ছু প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ...
-
সরস, সবুজ ও সুফলা আমাদের এই বাংলাদেশের একটি জেলার নাম কুড়িগ্রাম, পশ্টিম বঙ্গের কোঁচবিহার ও আসামের মানিকারচর সংলগ্ন এই আমাদের জেলা বাংলাদেশের...
-
আডল্ফ হিটলার (জার্মান ভাষায়: Adolf Hitler) (২০শে এপ্রিল, ১৮৮৯ - ৩০শে এপ্রিল, ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সো...
No comments:
Post a Comment