07 May, 2013

রৌমারীতে ৪ বছরের শিশু ধর্ষণ -ধর্ষক গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীতে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। এ অমানবিক ঘটনাটি ঘটে গতকাল রবিবার দুপুর ২টায় উপজেলার বাইমমারী গ্রামে। ধর্ষণের পর শিশুটি সংজ্ঞাহীন হয়ে পড়লে ওই শিশুটি রৌমারী হাসপাতলে ভর্তি করলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানাযায়, উপজেলার বাইমমারী গ্রামের জালালের পুত্র ফজলু হক (১৪) ও একই গ্রামের আফছার আলীর ৪ বছরের অবুঝ শিশুকে আম খাওয়ার লোভ দেখাইয়া, ফুসলিয়ে তাদের ঘরে নিয়ে অমানবিক ধর্ষণ করেছে। পরে শিশুটির আতœচিৎকারে গ্রামবাসি এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে থানায় অবগত করে। খবর পেয়ে রৌমারী থানার এসআই আব্দুল মতিন ঘটনা স্থল থেকে ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং শিশুটিকে রৌমারী হাসপাতলে ভর্তি করলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে শিশুটির পিতা আফছার আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ