12 July, 2012

উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে দুর্নীতির অভিযোগে উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নুর-ই-এলাহি তুহিন ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল শুভর নেতৃত্বে প্রায় ৩’শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। উল্লেখ্য গত শুক্রবার প্রান বাংলাদেশ এর পক্ষ থেকে চিলমারী উপজেলার ৫টি ইউনিয়নের নদী ভাঙ্গণ ও বানভাসী মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত থাকলেও রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ চলাকালীন লোকমুখে সংবাদ পেয়ে রমনা মডেল ইউপি চেয়ারম্যান নুর-ই এলাহী তুহিন উপজেলা পরিষদে উপস্থিত হয়ে দেখতে পান তাঁর ইউনিয়ন পরিষদের ব্যানার ব্যবহার করে ত্রাণের টাকা বিতরণ করা হচ্ছে। কেন তাকে ত্রাণ বিতরণের বিষয়টি জ্ঞাত করা হয়নি তা এনজিও কো-অর্ডিনেটর বিকাশ চন্দ্র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের নিকট জানতে চান। এনিয়ে এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে রমনা মডেল ইউপি চেয়ারম্যানের বচসা হয়। এর পরপরই উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ওই দিনেই ১২ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে চিলমারী থানায় একটি অভিযোগ দায়ের করে। আট দিন পেরিয়ে যাওয়ার পরও  উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার (বীর বিক্রম) কে অজ্ঞাত কারনে পুলিশ গ্রেফতার না করায় তার প্রতিবাদে এবং চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে গতকাল মিছিল ও মানববন্ধন করে এবং রমনা ইউপি চেয়ারম্যান সহ মানববন্ধনে উপস্থিত জনতা উপজেলা চেয়ারম্যানকে অবিলম্বে গ্রেফতার না করা হলে আমরন অনশনের ঘোষনা দেন।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ