কুড়িগ্রামের উলিপুর উপজেলার অর্জুনের ডারা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী বিশ্বস্থাস্থ্য সংস্থার স্কুল
ফিডিং প্রোগ্রামের দেয়া বিস্কুট খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। এর মধ্যে গুরুতর ৪
শিক্ষার্থীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ্য শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপ সুত্রে জানা গেছে, মঙ্গলবার
ঐ স্কুলের ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের প্রতিদিনের মতো
টিফিনের সময় বিস্কুট দেয়া হয়।
এ সময় প্যাকেট খুলে বিস্কুটে দুর্গন্ধ পেয়ে ৩য় শ্রেনীর কয়েক ছাত্র ক্লাশ
শিক্ষক ও প্রধান শিক্ষককে দুর্গন্ধযুক্ত বিস্কুটের কথা বললেও শিক্ষকরা
তাতে কর্ণপাত না করে ঐ বিস্কুটেই খেতে বলে। দুর্গন্ধযুক্ত বিস্কুট খেয়ে ৩য়
শ্রেনীর ২০ জন, ৪র্থ শ্রেনীর ২জন এবং ৫ম শ্রেনীর ৩জন অসুস্থ্য হয়।
অসুস্থ্য শিশুরা বাড়ি যাবার পথে রাস্তায় বমি করে পড়ে যায়। পথচারীরা
তাদের উদ্ধার করে। পরে অভিভাবকরা খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে আসে। এর
মধ্যে গুরুতর ৪জন ৩য় শ্রেনীর সোহেল রানা, ৪র্থ শ্রেনীর মানিক ও রোকন এবং ৫ম
শ্রেনীর মাসুদ রানাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উলিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেনসহ ৩সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিস্কুটের নমুনা সংগ্রহ করে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, ফুড পয়জনিং জনিত
কারণে শিশুরা অসুস্থ্য হয়ে পড়েছিল। তবে তারা বর্তমানে আশংকামুক্ত।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নমুনা
সংগ্রহ করে বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএসকে পরীক্ষা করার জন্য পাঠানো
হয়েছে।
No comments:
Post a Comment