কুড়িগ্রাম জেলা মুসলিম ম্যারেজ রেজিঃ (কাজী) সম্মেলন ও জেলা কাজী সমিতির
নিয়মিত নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৪ জুলাই জেলা পরিষদ
মিলনায়তনে কাজী রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির
বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রধান উপদেষ্টা কাজী দেলোয়ার হোসেন। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কাজী সমিতির সভাপতি হাফেজ আমজাদ
হোসেন, বিভাগীয় মহাসচিব আমিমুল ইহসান রায়হান প্রমুখ। সম্মেলনে জেলার ৮১
জন কাজীর মধ্যে উপস্থিত ৬৭ জন কাজীর ব্যালটের মাধ্যমে প্রত্য ভোটে
কুড়িগ্রাম জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান ৪৪ ভোট ও সাধারণ
সম্পাদক খান্দকার মোস্তাক আহাম্মেদ ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সভাপতি
পদে কাজী নুরুজ্জামান ২২ ভোট ও সাধারণ সম্পাদক পদে আযম আলী ৬ ভোট,
মাহবুবুর রহমান ৮ ভোট এবং আমিনুল ইসলাম ১৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
20 July, 2012
কুড়িগ্রাম জেলা কাজী সমিতির নির্বাচন
Subscribe to:
Post Comments (Atom)
জনপ্রিয় পোস্টসমূহ
-
ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী: ১. ভর্তিচ্ছু প্রার্থীকে প্রথমে আবেদন ফি জমা ও ...
-
সরস, সবুজ ও সুফলা আমাদের এই বাংলাদেশের একটি জেলার নাম কুড়িগ্রাম, পশ্টিম বঙ্গের কোঁচবিহার ও আসামের মানিকারচর সংলগ্ন এই আমাদের জেলা বাংলাদেশের...
-
আডল্ফ হিটলার (জার্মান ভাষায়: Adolf Hitler) (২০শে এপ্রিল, ১৮৮৯ - ৩০শে এপ্রিল, ১৯৪৫) অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সো...
No comments:
Post a Comment