01 September, 2009

হিজরী ৬৯ সনের মসজিদ

আমরা সকলে জানি,বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয় ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজীর বাংলায় আগমনের সময় থেকে। কিন্তু এই ইতিহাস বদলে যেতে পারে লালমনিরহাট জেলার বড়বাড়ী নামক এলাকার হারানো মসজিদের প্রকৃত ইতিহাসের কারনে। এই মসজিদের প্রত্নতাত্বিক নিদর্শনাবলী প্রমান করে,এই বাংলায় হিজরী ৬৯ সন কিংবা এর পূর্বেও ইসলাম ধর্মের প্রচার চলছিল।
এই মসজিদটি আবিস্কার করা হয় মাটির নিচ থেকে। সে সময় অনেকে ভেবেছিলেন এটি হয়ত কোনো মন্দিরের ধ্বংসাবশেষ।এ সময় অনেকে এর ইট ও অন্যান্য নিদর্শনাবলী লুট করে নিয়ে যায়। ওই সময় জনৈক ব্যাক্তি একটি ইটের উপর কিছু আরবি হরফ দেখতে পান। সেখানে কিছু ইসলামিক বাক্য এবং হিজরী সন ৬৯ লেখা ছিল। তখন থেকে বোঝা যায় এটি মন্দির নয় মসজিদ। এর পর খননে ঐ আমলের আরো কিছু ইসলামিক নিদর্শনাবলী পাওয়া গেছে। ফলে প্রমানিত হয়, হিজরী ৬৯ সনেও এদেশে ইসলামের প্রচার চলমান ছিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম(রাঃ) গনের পবিত্র পদচারনায় ধন্য হয়েছিল এদেশের মাটি।যাহোক আমি যখন এই মসজিদ দেখতে গিয়েছিলাম তখন কিছু ছবি তুলে ছিলাম। ভাবলাম আপনাদের হয়ত কাজে লাগবে।

http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image004.jpg
এখানে হিজরী ৬৯ সনের কথা লেখা রয়েছে।মুল ফলকের ছবি থেকে ছবিটি তোলা হয়েছে।
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image005.jpgউপরের ফলকের পাশেই এই ফুলের নকশা টি আছে।
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image001.jpg
এখানে ছিল মসজিদের দেয়াল
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image000.jpg
মসজিদের ইট সমুহ
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image003.jpg
মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের দেয়াল।
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_Image002.jpg
মসজিদের মিম্বর
http://forum.projanmo.com/uploads/2009/01/1900_k_(1).jpg
পথ নিদের্শক সাইনবোর্ড

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ