01 September, 2009

দেশে সোয়াইন ফ্লুতে প্রথম মৃত্যুর ঘটনা

রাজধানীর ধানমন্ডির বেসরকারি ল্যাবএইড হাসপাতালে মিতা চক্রবর্তী (৩৫) নামে এক রোগী গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মারা গেছেন। তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকদের একটি সুত্র জানালেও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে জানান, ল্যাবএইড হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত কোনো রোগী আছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে জানায়নি। চিকিৎসা বা রোগ-ব্যবস্থাপনা সম্পর্কে কোনো যোগাযোগ করেনি। তিনি বলেন, ‘তারা কী চিকিৎসা দিয়েছিল, আমরা জানি না।’ এ বৈজ্ঞানিক কর্মকর্তা আরও বলেন, মৃত ব্যক্তির চিকিৎসা-সংশ্লিষ্ট সমস্ত কাগজপত্র দেখলে বোঝা যাবে, তিনি আদৌ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন কি না।
ল্যাবএইড হাসপাতালের একটি সুত্র জানায়, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ১৮ আগস্ট মিতা চক্রবর্তী এ হাসপাতালে ভর্তি হন। মিতা এ হাসপাতালের চিকিৎসক বরেণ চক্রবর্তীর নিকটাত্মীয়। বরেণ চক্রবর্তী নিজেই তাঁর চিকিৎসা করছিলেন।
হাসপাতাল সুত্র জানিয়েছে, ভর্তির পর মিতা চক্রবর্তীকে প্রথমে সাধারণ জ্বর হিসেবে চিকিৎসা দেওয়া হয়েছিল। মাত্র এক দিন আগে ধরা পড়ে, তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত।
প্রথম আলোর কাছে তথ্য আছে, রাজধানীর অভিজাত আরও একটি বেসরকারি হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী আছে। কিন্তু ওই হাসপাতালও সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি বলে আইইডিসিআর সুত্রে জানা গেছে।
সরকারের দাবির সঙ্গে কাজের মিল নেই: সোয়াইন ফ্লু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কথা যত শোনা যাচ্ছে, চিকিৎসার প্রস্তুতি বাস্তবে তেমন চোখে পড়ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গতকাল রোববার থেকে ১০০ শয্যার পৃথক ওয়ার্ড চালুর ঘোষণা ছিল। কিন্তু গতকাল দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেলে একজন পদস্থ কর্মকর্তা জানান, ডি-ব্লকের ১৬ তলায় একটি ওয়ার্ড খোলা হয়েছে।
প্রতিবেদক ডি-ব্লকে গিয়ে লিফটের লাইনে দাঁড়ান। লিফটচালক জানান, ১৬ তলায় যেতে হলে ভবনের অন্য প্রান্তের লিফট ধরতে হবে। নির্দেশমতো অন্য প্রান্তের লিফট ধরে ১১ তলা পর্যন্ত যাওয়া গেল। ওই লিফট আর ওপরে যায় না। এর পর সিঁড়ি ভেঙে ১৬ তলায় উঠতে গিয়ে বোঝা গেল, সচরাচর কেউ এই সিঁড়ি ভাঙে না।
প্রাথমিক কথাবার্তা শেষে একজন নিরাপত্তাকর্মী ১৬ তলার লোহার জালি ফটক (কলাপসিবল গেট) খুলে দেন। বারান্দা ঝাড়ু দিচ্ছিলেন কর্মী আবদুস সাত্তার। অন্য একটি কক্ষে একজন কাপড় ইস্ত্রি করছিলেন, একজন ঘুমাচ্ছিলেন। তাঁরা নির্মাণকর্মী। ওই তলায় কোনো চিকিৎসক চোখে পড়েনি, বড় বড় কক্ষগুলোয় একটিও শয্যা ছিল না; চিকিৎসার আয়োজন দুরে থাক।
বাংলাদেশে সোয়াইন ফ্লু পরিস্থিতি বিষয়ে সর্বশেষ তথ্য সাংবাদিকেরা মূলত পান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের কর্মকর্তাদের কাছ থেকে। বাংলাদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তি প্রথম শনাক্ত হয় গত ১৮ জুন। গতকাল আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক হোসেন জানান, এ পর্যন্ত মোট ১৯৯ জন আক্রান্ত হয়েছে। এই প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান গত সপ্তাহে বলেছিলেন, তিন-চার মাসের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে।
সোয়াইন ফ্লু প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় সরকার দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে−এই দাবি বারবার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহ থেকে বলা হচ্ছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ আটটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়া যাবে রোববার থেকে। এসব হাসপাতালের নাম গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।
গতকাল বেলা দুইটায় মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আব্দুল মজিদ ভুঁইয়া জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত কোনো ব্যক্তি চিকিৎসা নিতে আসেনি। এলে কোথায় রেখে চিকিৎসা দেবেন−এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ডি-ব্লকের ১৬ তলায় ব্যবস্থা করা হয়েছে।’ সেখানে তো কোনো প্রস্তুতি দেখা যায়নি−এ তথ্য জানালে তিনি বলেন, ‘আমরা ওই জায়গাটি চিহ্নিত করেছি।’ ওষুধ আছে কি না, চানতে চাইলে তিনি জানান, সোয়াইন ফ্লু চিকিৎসার ওষুধ আইইডিসিআরের কাছ থেকে তখনো হাসপাতালে পৌঁছায়নি।
সরকারের তালিকায় বারডেম হাসপাতালেও সোয়াইন ফ্লু চিকিৎসার ব্যবস্থার কথা আছে। গতকাল বেলা পৌনে তিনটায় ওই হাসপাতালের অনুসন্ধান কক্ষে গিয়ে জানতে চাইলে কর্তব্যরত দুই কর্মকর্তা জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের জানা নেই। নিশ্চিত হওয়ার জন্য তাঁরা জরুরি বিভাগে যাওয়ার পরামর্শ দেন। জরুরি বিভাগে থেকে জানানো হয়, কোনো ব্যবস্থা নেই।
সোয়াইন ফ্লুতে মানুষ বিক্ষিপ্তভাবে আক্রান্ত হচ্ছে। কিন্তু সরকারি কর্মকর্তাদের অনুমান মতো শত শত মানুষ যদি আক্রান্ত হয়, তা হলে পরিস্িথতি সামাল দেওয়া কঠিন হবে−এমন আশঙ্কা অনেকের। এ প্রসঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশিদ-ই-মাহবুব বলেন, এ রোগ প্রতিরোধের প্রধান উপায় হচ্ছে সঠিক তথ্য দিয়ে মানুষকে সচেতন করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আক্রান্ত ব্যক্তির তীব্র শ্বাসকষ্ট হলে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। এর জন্য দরকার হবে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। তিনি বলেন, ‘হাসপাতালে ১০০ শয্যার চেয়ে ২০টি আইসিইউ বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এ ব্যাপারে সরকারের বাড়তি উদ্যোগ চোখে পড়ে না।’

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ