প্রশাসনিক এলাকা
- সংসদীয় এলাকার সংখ্যা: ১টি। নাম ও এলাকা: (২৬) কুড়িগ্রাম-২ (রাজারহাট(আংশিক), কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী)
- উপজেলার সংখ্যা: ১টি
- পৌরসভার সংখ্যা: ১টি
- ইউনিয়ন পরিষদের সংখ্যা: ৮টি
- গ্রামের সংখ্যা: ২৬৪টি
জনসংখ্যার উপাত্ত
- জনসংখ্যা: মোট: ২৫৮৪৪০ জন, পুরুষ- ১৩২৪৪০ জন, মহিলা- ১২৬০০০ জন
- ভোটার সংখ্যা: মোট -১৮০৯৭৯ জন, পুরুষ- ৮৭৯৮৮ জন, মহিলা- ৯২৯৯১ জন
শিক্ষা
- শিক্ষার হার: ৩৬.৭৫%
- কলেজের সংখ্যা: ১১টি
- সরকারী কলেজ : ০২টি
- পলিটেককনিক্যাল কলেজ: ০১টি
- হাইস্কুলের সংখ্যা: ৩৭টি
- মাদ্রাসার সংখ্যা: ২৭টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৭০টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৪৫টি
অর্থনীতি
- মোট আবাদী জমির পরিমাণ: ৪৫০৫০ একর
- অর্থকরী ফসল: ধান, গম, আলু, পাট, তামাক, সরিষা, সুপারী, বাঁশ, আখ, ভুট্টা প্রভৃতি।
- শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা: মোট-১৫৬টি, ৪টি বড়, ২৭টি মধ্যম এবং ১২৫টি কুটির শিল্প
- পাকা রাস্তা: ১০৩ কি. মি.
- কাঁচা রাস্তা: ৭৩০ কি. মি.
কৃতী ব্যক্তিত্ব
- সৈয়দ শামসুল হক, ভাওয়াইয়া শিল্পী কছিমউদ্দিন,কাজী ঈমদাদুল হক, আহমেদ বকসী, প্রাণ বল্লভ করনজাই, এডভোকেট নজির হোসেন খন্দকার
বিবিধ
- মসজিদের সংখ্যা: ৩৮৬টি
- মন্দিরের সংখ্যা: ২৮টি
- গীর্জার সংখ্যা: ২টি
দর্শনীয় স্থান
- ধরলা ব্রিজ
- ধরলা বাঁধ
- শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক
- স্বাধীনতার বিজয স্তম্ভ প্রভৃতি।
No comments:
Post a Comment