21 June, 2012

কুড়িগ্রামে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ন্যাশনাল সার্ভিস’এর সুবিধাভোগি যুবক-যুবতিরা। বুধবার সকাল থেকে কুড়িগ্রাম
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের ব্যানারে যুবক-যুবতি ও মহিলারা কুড়িগ্রাম ষ্টেডিয়াম প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে। প্রখর রোদ উপেক্ষো করে মানববন্ধন ও সমাবেশ করা হয়। এবং জেলা প্রশ্রাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ- জননেত্রী শেখ হাসিনা’কে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে কর্মীরা জানান- 
আমরা বিশাল মানববন্ধনের মাধ্যমে সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষিত জীবন নিয়ে আমাদের যেন বেকার সাজতে না হয়। এ জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নাগেশ্বরী শাখার সাধারণ সম্পাদক আল আমিন জানান- কর্মস্থান থেকে সাময়িক ছুটি অনুমোদন সাপেক্ষে তারা প্রায় পাঁচজারকর্মী আজকের কর্মসুচিতে যোগ দিয়েছে।
উলে¬¬খ্য- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার মোতাবেক উত্তরের অবহেলিত কুড়িগ্রাম জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতিদের জন্য সরকারের গৃহিত দুই বছরের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’টি আগামি ১৪ জুলাই ইং তারিখে প্রথম ব্যাচের মেয়াদ শেষ হবে। বাকি ব্যাচগুলিও পর্যায়ক্রমে চলতি বছরেরই শেষ হওয়ার কথা।
যুব উন্নয়ন সুত্রে জানাগেছে, প্রথম পর্যায়ে আবেদনকারীদের মধ্যে থেকে প্রায় বত্রিশ হাজার যুবক-যুবতিকে ’ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ র আওতায় নেয়া হয়েছে।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ নাগেশ্বরী শাখার আহ্বায়ক সোলজার হোসেন জানান- আমরা এখন থেকেই আন্দোলন চালিয়ে যাবো। সরকারকে আমাদের ভবিষ্যত কর্ম নিয়ে ভাবতেই হবে।
এ বাপারে কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী আবেদ জানান- সরকার ঘোষিত
এই প্রকল্পর সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের ডাক্তার নজরুল ইসলাম জানান- এ হাসপাতালে নার্স সংকট লেগেই থাকতো। ন্যাশনাল সার্ভিস এ দশা থেকে কিছুটা মুক্তি দিয়েছে।

No comments:

Post a Comment

জনপ্রিয় পোস্টসমূহ